টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ঘাটাইলে প্রথম করোনায় আক্রান্তের তথ্য গোপন করে পালিয়ে থাকা যুবক মহিউদ্দিন (২৪) কে হেফাজতে নিয়েছে পুলিশ। এসময় ওই এলাকার ১২০ পরিবার লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ । শুক্রবার রাত ১১টার দিকে তাকে উপজেলার সংগ্রামপুরের ঘোনারদেউলি থেকে হেফাজতে নেয় পুলিশ। পরে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মহিউদ্দিন আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিল। এজন্য চলতি মাসের ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত সে ঢাকার শেরেবাংলা নগর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই হাসপাতালের চিকিৎসকগণ তার মাঝে করোনার উপসর্গ দেখতে পেলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করে। একই সাথে তাকে কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করে। কিন্তু এই যুবক সেখানে ভর্তি না হয়ে গ্রামের বাড়ীতে চলে আসে। এবং কয়েকদিন অাগে সে জানতে পারে তার করোনা পজেটিভ। তারপর থেকে যোগাযোগের ফোন নাম্বারটি বন্ধ করে দেয় সে।
এরপর আইইডিসার থেকে এই বিষয়ে ম্যাসেজ দেয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর প্রযুক্তির সহায়তায় তাকে হেফাজতে নেয়া হয়। এবং শুক্রবার (১০ এপ্রিল) রাতেই বিশেষায়িত ব্যবস্থায় ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, ওই যুবক কোরনাভাইরাসে আক্রান্তের খবর গোপন করে বিভিন্নস্থান ও মানুষের সাথে মেলামেশা করেছে সে কারনে প্রাথমিক ভাবে ওই গ্রামের ১২০ টি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। অারও কোথায় গিয়েছে সে অধিকতর তথ্য সংগ্রহের কাজ চলছে। পরবর্তীতে সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে।