টাঙ্গাইলে আরও ২ জন করোনায় আক্রান্ত, মোট ৯

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে আরও দুইজন করোনা রোগী শনাক্ত  হয়েছে। এর মধ্যে নাগরপুর উপজেলার কানন গ্রামের একজন ও ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের একজন। এ নিয়ে টাঙ্গাইলে মোট নয়জন করোনায় আক্রান্ত হলেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত দুই জন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত।

সিভিল সার্জন জানান, মঙ্গবার (১৪ এপ্রিল) ৭৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ভূঞাপুরের জিগাতলা গ্রামের একজন ও নাগরপুরের কানন গ্রামের একজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। আজ যে দুইজন আক্রান্ত হয়েছে এরা আগের আক্রান্তদের সঙ্গে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছিলেন। এদের মধ্যে একজন ওষুধ কোম্পানিতে ও অন্যজন গার্মেন্টসে চাকরি করে।

এদিকে ভূঞাপুরের জিগাতলা গ্রামে এর আগে দুইজন আক্রান্ত হওয়ায় ওই  গ্রামটি এমনিতেই লকডাউন হয়ে আছে। অন্যদিকে নাগরপুরের কানন গ্রামের আক্রান্তের বাড়িসহ ৩০ বাড়ি লকডাউন করা হয়েছে। নাগরপুর ও ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.

Title