ঝালকাঠি প্রতিনিধিঃ ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন, জেল কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এ কর্মসূচীর আয়োজন করে।
ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. রফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জহিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সূর্যালোক সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায় এবং প্রশিক্ষণার্থী মো. তরিকুল ইসলাম ও মো. ইউনূস আলোচনায় অংশ নেন। সঞ্চালনায় ছিলেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত বিন সাদেক।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী চার জনকে পুরস্কৃত করা হয়। সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা এবং টিটিসিতে প্রশিক্ষণরত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর দিবসটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলতঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। এতোদিন শুধুমাত্র আন্তর্জাতিক দিবস হিসেবেই পালিত হয়ে আসছিল দিনটি। চলতি মাসের ৭ ডিসেম্বর এই দিনটিকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলেছে, ১৭৩টি দেশে এক কোটি ২০ লাখ অভিবাসী কাজ করছেন। তারা এরইমধ্যে ১৮ বিলিয়ন ডলার পাঠিয়েছেন।
২০১৯-২০২০ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ পূর্ববর্তী বছরের তুলনায় ১০ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।