আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা প্রদান হয়েছে।
কৃষি পুর্ণবাসন ও প্রণোদনা কর্মসুচীর আওতায় রবি-২০২০-২১ মৌসুমে পাঁচবিবি উপজেলার ২ হাজার ৩শ’ প্রান্তিক কৃষকদের কে সরকারি প্রণোদনার বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ প্রদান করা হয়েছে।
কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা প্রদান উপলক্ষে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম (দুদু)।
পাঁচবিবি উপজেলা নিবার্হী অফিসার মোঃ বরমান হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় অারো বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দীক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা, পাঁচবিবি পৌরসভার প্যানেল মেয়র নুর হোসেন, ও উপজেলা কৃষিবিদ লুৎফর রহমান প্রমূখ।