জয়পুরহাটের পল্লীবালা বাজারে অভিযান চালিয়ে তিন আড়ৎদার ও বিভিন্ন দোকানীকে ২ লাখ ৫৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান
আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের পল্লীবালা বাজারে অভিযান চালিয়ে তিন আড়ৎদার ও বিভিন্ন দোকানীকে ২ লাখ ৫৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিধি মোতাবেক লাইসেন্স গ্রহণ ব্যতিরেখে খাদ্যশস্য (ধান) মজুদ রাখার দায়ে তিন আড়তদার কে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ২ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা ও ট্রেড লাইসেন্স না থাকার দায়ে বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ বাবলু হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা।