নিজস্ব প্রতিবেদক: টোকিও অলিম্পিকে জয় দিয়ে শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ অলিম্পিক গেমসের ফাইনালে জার্মানিকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিলো ব্রাজিল। আর চলমান টোকিও অলিম্পিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সেই জার্মানির বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওরা।
ম্যাচ শুরুর ৭ মিনিটের মাথায় ব্রাজিলকে লিড এনে দেন রিচার্লিসন। অ্যান্টনির থ্রু বল ধরে ডি-বক্সের ডান পাশ থেকে ডান পায়ের শটে জালের ডান দিকে দিয়ে বল জালে জড়ান জাতীয় দলের এ ফরোয়ার্ড।
এরপর ১৫ মিনিটের মাথায় আবারো জার্মানির জালে বল পাঠায় রিচার্লিসন। গুইলেরমের ক্রসে জালের খুব কাছ থেকে দুর্দান্ত হেডে গোল করেন রিচার্লিসন। হ্যাটট্রিক পূরণ করতে বেশিক্ষণ সময় নেননি এই ফরোয়ার্ড। ম্যাচের ৩০ মিনিটের সময় ম্যাথিউজ কুনহার পাস ধরে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে ম্যাচে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলে।
প্রথমার্ধে কোন দলই গোল দেওয়ার সুযোগ পায়নি। তবে দ্বিতীয়ার্ধে ফিরে ঘুরে দাঁড়ায় জার্মানি। ম্যাচের ৫৭ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে ডানপায়ের জোরালো শটে এক গোল শোধ করেন নাদিয়েম আমিরি। এরপর আরও গোলের খোঁজে মরিয়া হয়ে পড়ে জার্মানরা। কিন্তু ম্যাচের শেষ দশ মিনিটের আগে জালের ঠিকানা পায়নি তারা। খেলার ৮৪ মিনিটে গিয়ে ডেভিড রাউমের ক্রস থেকে দারুণ হেডারে ব্যবধান আরও কমান রাগনার অ্যাক।
শেষদিকে আরেক গোল দিয়ে হয়তো সমতায় ফিরতে পারতো জার্মানি। তবে উল্টো অতিরিক্ত যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল হজম করে তারা। যার ফলে ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।