জায়নামাজ আর ছাতা ছাড়া আর কিছু নেওয়া যাবে না ঈদগাহে

নিজস্ব প্রতিবেদক: ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু না নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (২৮ জুন) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ জামাত যেসব জায়গায় অনুষ্ঠিত হবে সেসব জায়গায় ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহ মাঠে প্রবেশ করতে সবাইকে আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঢুকতে হবে।

জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার আরও বলেন, সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দা পুলিশ এবং জঙ্গি তৎপরতার বিষয়ে খোঁজ-খবর রাখছে সিটিটিসি। এছাড়া সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে। এছাড়া কোনও ধরনের জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই।

ফাঁকা ঢাকা নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, বাড়ি যাওয়ার আগে ঘরের দরজা জানালা বন্ধ করা হয়েছে কিনা সব বিষয় চেক করে যাবেন। এসির লাইন বন্ধ কিনা, গ্যাসের লাইন বন্ধ কিনা এসব বিষয়ে চেক করে যাবেন। এছাড়া ফাঁকা ঢাকা নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির প্রতিটি থানা কাজ করছে। বাড়ি যাওয়ার আগে স্বর্ণ বা নগদ টাকার মতো মালামাল নিরাপদে রেখে যাওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

Leave A Reply

Your email address will not be published.

Title