কৃষান পন্হ দাশ,সিলেট প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার অধীনস্হ ছাতক উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি চাল পাচারকালে এক যুবককে হাতেনাতে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
শুক্রবার (৫ ই জুন) রাত ১০ ঘটিকার দিকে উপজেলা চরমহল্লা ইউনিয়ন এর টেটিয়ারচর বাজারে ১০ টাকা কেজির চাল ডিলার ফজলুল করিম এর গুদাম থেকে বস্তাবদল করে পিক আপ ভ্যানে তোলার সময় অভিযান চালান তিনি ।
বিষয়টি নিশ্চিত করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির বলেন, বস্তাবদল কালে ৩০ কেজির প্রায় ৬০ বস্তা চাল এবং ৯৯ টি খালি বস্তা সহ গিয়াস উদ্দিন নামক এক যুবককে আটক করা হয়। আটককৃত গিয়াসউদ্দিন চরমহুল্লা ইউনিয়ন এর কেজারগাও নিবাসী মৃত তৈয়ব আলীর ছেলে।
তিনি আরও বলেন ,গুদামের মুল ডিলার ফজলুল করিম নামক এক ব্যাক্তি।তিনি আর্থিক ভাবে অসচ্ছলতায় থাকায় তার নামক লাইসেন্স দিয়ে ব্যবসা করে আসছেন শামসুদ্দিন ও তার ভাই গিয়াসউদ্দিন।নির্বাহী কর্মকর্তা আরও বলেন অভিজানের সময় শামসুদ্দিন খবর পেয়ে পালিয়ে গেলে তার ভাই গিয়াস উদ্দিন চালসহ আটক হন।এবং পাচারের কাজে ব্যাবহৃত পিকআপ টি উপজেলা থানায় হস্তান্তর করা হয়েছে।