ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশনায় চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নূরে আলম এর নেতৃত্বে গত ৯ তারিখের একটি হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
গতকাল বৃসস্পতিবার রাতে জোলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম একটি প্রেস রিলিজের মাধ্যমে গনমাধ্যমকে জানান, গত ০৯ সন্ধ্যা অনুমান টার সময় চারঘাট মডেল থানাধীন পশ্চিম বালিয়াডাঙ্গায় জালাল উদ্দিন (৬০) কে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন আহত জালালকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যাক্তি জালাল উদ্দিন পেশায় একজন ভ্যান চালক ছিলেন। সে মেরামতপুর গ্রামের মৃত জাদব আলীর ছেলে। ওই ঘটনায় জালাল উদ্দিনের ছেলে আব্দুল মানিক(২৮) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন। বিষয়টি গুরুত্ব সহকারে নভেম্বরের ৩ ও ৪ তারিখ চারঘাট থানাধীন আস্করপুর এলাকা থেকে তদন্তে প্রাপ্ত মৃত রোস্তম আলীর ছেলে আসামি মিনুরুল ইসলাম (৩০), একই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে মাসুদ রানা (৩২) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামিদ্বয় নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।