চার বছরেও সাংবাদিক শিমুল হত্যা মামলার নিষ্পত্তি না হওয়ায় আতংকে দিন কাটছে সাংবাদিকদের

২০১৭ সালের ২ ফেব্রুয়ারী সিরাজগঞ্জের শাহজাদপুর আওয়ামীলীগের দু-গ্রুপ সংঘর্সের সময় গুলির শব্দে আতংকিত হয়ে ওঠে পুরো পৌর এলাকা। সংঘর্ষের মাঝে গুলিতে আহত হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল সহ আরো কয়েক জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেলে ভর্তির পর সাংবাদিক শিমুলের অবস্থার অবনতি হলে পরের দিন শুক্রবার দুপুরে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।

চার বছরেও চাঞ্চল্যকর সাংবাদিক শিমুল হত্যা মামলার নিষ্পত্তি না হওয়ায় এখনো আতংকে আর উৎকণ্ঠায় দিন কাটে স্থানীয় সাংবাদিকদের। সহকর্মী হত্যার বিচার দেখতে চান তারা।

নিহতের স্বজনেরা জানান, স্বজন হত্যার চার বছর। প্রতি বছর স্মরণসভা, সমাধীতে ফুল দেয়া সবই হয়। কিন্তু স্বজন হত্যার বিচার আর শুরু হয়না। আর স্বজন হত্যার বিচার পেতে আর কতো অপেক্ষা করতে হবে সে ভাবনেই আর ভাবতেই পারেন না তারা।

সরকারী কৌশলী জানালেন, উচ্চ আদালতে এই মামলা সংক্রান্ত একটি রুল নিষ্পত্তি না হবার কারনেই মামলা স্থগিত রয়েছে। উচ্চ আদালত নির্দেশ দিলেই এই মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব।

শিমুল হত্যা মামলার অভিযুক্ত আসামী ৩৮ আসামীই এখন জামিনে রয়েছেন। আইনী জটিলতা কাটিয়ে দ্রæত সাংবাদিক শিমুল হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির এমনটাই প্রত্যাশা স্বজনদের।

Leave A Reply

Your email address will not be published.

Title