চলতি বছর ৬৮ হাজার ডেঙ্গু রোগী ভর্তি, আগস্টেই ৫০ হাজার । স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছে ৫২৪ জন ও ঢাকার বাইরে ৬৬৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে মিটফোর্ড হাসপাতালে ৮৭ জন। এর পরই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৬ জন। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৬ জন। এ নিয়ে ১ জানুয়ারি থেকে গতকাল সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৪১০, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ২০০ জন, হাসপাতালে ভর্তি আছেন পাঁচ হাজার ৩০ জন। মৃত্যুর তথ্য পাওয়া গেছে ১৮০ জনের। পর্যালোচনা সম্পন্ন হয়েছে ৮৮ জনের। ডেঙ্গুতে মৃত্যু নিশ্চিত হয়েছে ৫২ জনের।