গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৩৫ জনের মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ৩ হাজার পূর্ণ হলো। এ সময়ে আরো ২ হাজার ৯৬০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭০টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭১৪টি। এর মধ্যে ২ হাজার ৯৬০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।

নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ৩ হাজার পূর্ণ হলো। মৃতদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ৯ জন। হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাড়িতে ৮ জন। ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৪, রাজশাহীতে ৬, সিলেটে ৪, বরিশালে ৩, ময়মনসিংহে ২ ও রংপুর বিভাগে ২ জন।

এ কর্মকর্তা আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৩১ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন।

 

Leave A Reply

Your email address will not be published.

Title