নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘লিভার সিরোসিসে’ আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার আইনমন্ত্রী আনিসুল হক তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার পরিবারের করা আবেদনের বিষয়ে আইনি মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সেটি স্বারাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। তবে কী ধরনের মতামত দেওয়া হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।
এ বিষয়ে যতবারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ফাইল প্রধানমন্ত্রী পর্যন্ত গেছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এবারও ফাইলটি একইভাবে প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, সে কারণে মন্ত্রণালয়ের মতামত এখন বলা যাবে না। এর গোপনীয়তা বজায় রাখতে আমি বাধ্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাইলটি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর সিদ্ধান্ত জানা যাবে উল্লেখ করে তিনি বলেন, আমি বারবার বলে আসছি, ৪০১ ধারায় দরখাস্ত একবার নিষ্পত্তি হলে তা আবার বিবেচনা করার সুযোগ নেই। আইনের যে ব্যাখ্যা আমি দিয়েছি, সেটিই সঠিক বলে মনে করি।
সবশেষ গত ১৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে। সেখানে তিনি ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন বলে জানানো হয় দলটির পক্ষ থেকে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটু ভালো বলে জানা যায়।