অনলাইন ডেস্ক: ক্যারিবিয়ান অঞ্চলে চীন গুপ্তচর ঘাঁটি তৈরি করছে জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সেখানে বলা হয়, বেইজিং এবং হাভানা ক্যারিবিয়ানে ‘চীনা গুপ্তচর ঘাঁটি‘ প্রতিষ্ঠায় একটি গোপন চুক্তিতে একমত হয়েছে, যা দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রজুড়ে নজরদারি কার্যক্রম চালাতে ব্যবহৃত হতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও কিউবা এই প্রতিবেদনকে মিথ্যা দাবি করে তা প্রত্যাখ্যান করেছে। টিআরটি ওয়ার্ল্ড।
কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও সাংবাদিকদের বলেছেন, কিউবা চীনের সুবিধার্থে এমন একটি কার্যক্রমের আয়োজন করবে এটি হতে পারে না। ওই প্রতিবেদনকে তিনি জঘন্য মিথ্যা এবং ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সব ধরনের বিদেশি সামরিক উপস্থিতি প্রত্যাখ্যান করে কিউবা।
উল্লেখ্য, এই অঞ্চলে ফ্লোরিডা রাজ্যে মার্কিন সাউদার্ন এবং সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে এও বলা হয়, ওই ঘাঁটি নির্মাণে সক্ষম হওয়ার জন্য কিউবাকে বেশ কয়েক বিলিয়ন ডলার দেবে চীন।
প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি ঘটনাটি অস্বীকার করে বলেন, আমি সেই প্রেস রিপোর্ট দেখেছি। এটা সঠিক নয়। আমরা এই প্রশাসনের প্রথম দিন থেকেই বিশ্বজুড়ে চীনের প্রভাব কার্যকলাপ সম্পর্কে উদ্বিগ্ন ছিলাম, বিশেষ করে এই অঞ্চলে। আমরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।
পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডারও জার্নালের প্রতিবেদনটিকে ভুল বলেছেন। তিনি বলেন, চীন ও কিউবার কোনো ধরনের স্পাই স্টেশন তৈরির বিষয়ে আমরা জানি না। কারণ দেশ দুটির বিষয়ে আমরা ক্রমাগত পর্যবেক্ষণ করছি।
মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির প্রধান ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক ওয়ার্নার ও রিপাবলিকান মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, তারা জার্নালের প্রতিবেদনে যারপরনাই বিরক্ত। মার্কিন নিরাপত্তার ওপর চীনের চলমান ও নির্লজ্জ নজরদারির জবাব দেওয়া উচিত। ফ্লোরিডা ও যুক্তরাষ্ট্রের ১০০ মাইলের মধ্যে গুপ্তচর ঘাঁটি স্থাপন অগ্রহণযোগ্য বলেও মনে করেন তারা।