নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীর তানাকা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
শুক্রবার রাত ৯ টার দিকে আগানগর ইউনিয়নের তানাকা টাওয়ারে ৩য় তলায় থাকা ঝুট ও টুকরা কাপড়ের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিকদের অভিযোগ, মার্কেটের ভিতরে মেয়াদত্তীর্ণ অগ্নি নির্বাপন যন্ত্র ও ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসতে দেরি করায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশী সময় লেগেছে।
মার্কেটের ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন দোকান মালিকরা জানান, মার্কেট বন্ধ করার পর মাদকসেবিরা এসে মার্কেটের ভিতরে নিয়মিত আড্ডাদেয় ও মাদকসেবন করে। কারো কারো অভিযোগ মাদকসেবিদের সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাছাড়া খোদ মার্কেট কমিটির লোকজন মাদক কারবার ও সেবনের সাথে সম্পর্কযুক্ত বলেও অনেক দোকানদার অভিযোগ করেন।
এছাড়া মেয়াদহীন অগ্নিনির্বাপণ যন্ত্র ও আগুন লাগার অনেক সময় পরে ফায়ার সার্ভিস আসার তাদের অনেক মালামাল পুড়ে গেছে বলে অভিযোগ করেন তারা।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মার্কেটে মাদক সংক্রান্ত কোন ধরনের অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। প্রমাণ পেলে মার্কেট কমিটির বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক নিরুপন করা সম্ভব হয়নি বলেও জানান এই কর্মকর্তা।