কেরানীগঞ্জে বেদখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ কেরানীগঞ্জে বেদখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল এর নেতৃত্বে উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা নারায়নপট্টি এলাকায় বেদখলে থাকা সরকারি জায়গা প্রভাবশালীর দখল থেকে পাঁকা দোকানসহ ৩ শতাংশ খাস সম্পত্তি পুঃরুদ্ধার করা হয়েছে।
জানাযায়, যে দলক্ষমতায় আসে সে দল দীর্ঘদিন দখল করে নিজেদের সার্থ হাসিল করেছেন। দখলদারদের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, ওসমান গনি ও আব্দুল আওয়াল গং প্রায় ১০বছর বেদখলে থাকা সরকারী খাস জমি ভোগদখল করে নিজেদের জমি বলে ব্যবহার ও পাকা স্থাপনা বানিয়ে ভাড়া দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এর নির্দেশে বেদখলে থাকা খাস জমিটি উদ্ধার করেছি। তিনি আরো জানান, যারা সেরকারী জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে বলে তিনি হুশিয়ারী করেন। উচ্ছেদ চলাকালীন সময় উচ্ছেদ অভিযান বাধা দিতে আসলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় দুইজন কে আটক করা হয়। আর কখনো সরকারি কাজে বাঁধা দিবে না। পরে তাদের মুচলেকা নিয়ে শর্তসাপেক্ষ ছেড়ে দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title