নিজস্ব প্রতিনিধিঃ
কেরানীগঞ্জের ভাওয়াল, তারানগর ইউনিয়নে গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৫ নভেম্বর এইদিন সকালে পাক হানাদর বাহিনী ও এদেশীয় রাজাকারের দোসরা দ্বারা কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ঘাটারচর ও ভাওয়াল এলাকায় হামলা চালিয়ে বাড়িঘরে আগ্নিসংযোগ,হামলা ভাংচুর, লুটপাট ও গণহত্যা চালায়। ঐ হামলায় ঘাটরচর এলাকায় ৫৭ জন ও ভাওয়াল এলাকায় ২৯ জন নিহত হন।
এ দিনটিকে স্বরনীয় করে রাখার জন্য তারানগর বাসী প্রতিবছর ২৫ নভেম্বর গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দোয়া, গণকবরে পুস্প অর্পন ও আলোচনা সভার আয়োজন করে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে ভাওয়াল মনোহরিয়া খেলার মাঠে ভাওয়াল গ্রামবাসীর উদ্যোগে দোয়া, আলোচনাসভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন তারানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান, তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোশারফ হোসেন ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনসহ অন্যরা।