কেরানীগঞ্জে উপজেলা প্রসাশনের ভ্রাম্যমান আদালত পরিচালনা, ইটভাটা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমি থেকে অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। (১৯ নভেম্বর)বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথের নেতৃত্বে তেঘরিয়া ইউনিয়রে পশ্চিমদী এলাকায় ইসমাইল মোল্লার পশ্চিমদী ব্রীকস্ নামে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ জানান, ইসমাইল মোল্লার ইটভাটার জায়গার জমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৩/৪বছর আগে অধিগ্রহন করেছে। ওই জমির মূল্য ইটভাটার মালিক ইসমাইলকে সম্পূর্নভাবে পরিশোধও করা হয়েছে। কিন্তু ইটভাটার মালিক জোড়পুর্বক ওই জমিতে অবৈধভাবে ইটভাটা চালিয়ে যাচ্ছেন।

এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জমি থেকে ইটভাটাটি সরানোর জন্য বারবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। অবশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কয়েকদিন পূূর্বে তাকে ওই জমি থেকে উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করা হয়। তাতেও সে কোন কর্নপাত করেননি। অবশেষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমি থেকে অবৈধ ইটভাটাটি উচ্ছেদের জন্য সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে উচ্ছেদ অভিযানের সময় ইটভাটায় মালিক পক্ষের কাউকেই খুঁজে পাওয়া যায়নি।#

Leave A Reply

Your email address will not be published.

Title