কেরানীগঞ্জে অবৈধ ড্রেজার আগুন দিলো বিক্ষোদ্ধ জনতা

 

এস.ইসলাম সনেট,কেরানীগঞ্জ থেকে

রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানার খাড়াকান্দী ও চর খাড়াকান্দী এলাকায় অবৈধভাবে ড্রেজার ও ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। আজ রবিবার(১ মার্চ) বেলা ১২ টায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেল। এসময় তিনি  অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ড্রেজার ও ৩ টি ভেকু বন্ধ করে দেন। তবে অভিযান কালে ঘটনাস্থলে কাউ কে পাওয়া যায়নি। অভিযান শেষে ম্যাজিস্ট্রেটের অনুপুস্থিতিতে ভুক্তভোগী জনতা  ২টি ড্রেজারে আগুন ও ভেকু ৩ টি কে চলাচলের অনুপযোগী করে দেয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, বহুদিন যাবত অবৈধভাবে অনেক ফসলি ও সরকারি খাস জমি কেটে মাটি বিক্রি করছিলো স্থানীয় কিছু  প্রভাবশালীরা। সরজমিনে গিয়ে আমরা এর সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেই। এ অবৈধ  কাজ যেনো পরবর্তীতে আর না করতে পারে সে জন্য মাঝে মাঝেই অভিযান পরিচালনা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title