কেরানীগঞ্জ থেকে অস্ত্র উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার তারা নগর ইউনিয়নের জয়নগর এলাকা থেকে দুটি অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার মধ্যরাতে মডেল থানার জয়নগর পুকুর পাড় এলাকার ফাহাদ হোসেনের বাসা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
জয়নগর এলাকার সৌদি প্রবাসী আমিনুর রহমান হিমেল জানান,ফাহাদ নামের এক সন্ত্রাসী গত রোববার রাতে আমাকে পিস্তল দেখিয়ে চাঁদা দাবী করে ও পিস্তলের বাট দিয়ে চেহারায় জোরালে আঘাত করে। এতে আমি ভয় পেয়ে দৌড় দিয়ে বাড়ীতে যাই। এবং ৯৯৯ এ ফোন দেই। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি জানতে পেরে সন্ত্রাসী ফাহাদ পালিয়ে যায়।
হিমেল আরো জানান,২০১৯ সালের ১৪ জানুয়ারী ফাহাদ পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। সে সময় ফরহাদ পিস্তল থেকে ৩ রাউন্ড গুলি ছোঁড়ে। তবে রোববার রাতে যে পিস্তলগুলো পুলিশ উদ্ধার করেছে সে পিস্তলের রঙয়ের সাথে আগের পিস্তলের মিল নেই।
স্থানীয়দের ধারনা ফাহাদ এলাকায় বিভিন্ন অনৈতিক কাজের জন্য অস্ত্র সরবারহ করতো বলে ধারনা করছেন এলাকাবাসী । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ফাহাদ কোন সন্ত্রাসী গ্রুপের সাথে সংযুক্ত থাকতে পারে না হলে সে নতুন নতুন অস্ত্র কোথায় পায়।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, গতকাল রোববার রাতে আমরা ৯৯৯ এ ফোন পাই । ফোন পেয়ে দ্রুত সেখানে গিয়ে বাড়িটি ঘিরে ফেলি । পুলিশের উপস্থিতি টের পেলে ফাহাদ পালিয়ে যায়। পরে বাসায় তল্লাসি চালিয়ে ওয়ারড্রব থেকে একটি অরিজিনাল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করি। অবৈধভাবে অস্ত্র রাখার জন্য ১৮৭৮ সনের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীর বিরুদ্ধে মডেল থানায় আরো মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title