“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই স্লোগান নিয়ে কেরানীগঞ্জ উপজেলায় এক প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে উপজেলায় কর্মরত প্রজাতন্ত্রের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
আজ শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা ও সমাবেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল, উপজেলা প্রকৌশলী শাজাহান আলী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশ্রাফ, কৃষি কর্মকর্তা শহিদুল আমিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়া কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান টিটু।
প্রতিবাদ সভা ও সমাবেশে বক্তারা বলেন,মৌলবাদীরা বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বাধীনতা বিরোধী চক্র শুরু থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতা করে এসেছে। রাজাকার আলবদররাই ভাস্কর্য ভাংচুর করেছে। এদের আইনের আওতায় এনে শাস্তি ও তাদের নাগরিকাত্ব বাতিল করা আহবান জানান।