কেরাণীগঞ্জে প্রকাশ্যে অন্তরকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর কেরাণীগঞ্জে বাক-বিতন্ডের জের ধরে ছুরিকাঘাতে কেরানীগঞ্জে প্রকাশ্যে অন্তর চন্দ্র মন্ডলকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

শনিবার সকালে কেরানীগঞ্জের গোলচত্বর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় বক্তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।


এদিকে কেরানীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ মজুমদার জানান, অন্তর চন্দ্র মন্ডলের হত্যার ঘটনা জানার পরপরই পুলিশ তাৎক্ষনিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডে মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে, পর্যায়ক্রমে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে, গত মঙ্গলবার ঐ এলাকার কিশোরদের সঙ্গে অন্য গ্রামের কিশোরদের বাক বিতন্ডা হয়। পরে এলাকাবাসী বিষয়টি মীমাংসা করে দেয়। ঐ ঘটনার জের ধরে একদল কিশোর দেশিয় ছুরি নিয়ে কাচারিপাড়া এলাকায় মহড়া দেয়। এ সময় তারা অন্তর ও অভিকে সামনে পেয়ে ছুরিকাঘাত করে। এতে অন্তর ঘটনাস্থলেই মারা যায়। অভিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title