কালীগঞ্জে অবৈধ গরুর হাট স্থায়ীভাবে বন্ধ করলো উপজেলা প্রশাসন

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকায় অবৈধ ভাবে বসা গরু-ছাগলের হাট স্থায়ী ভাবে বন্ধ করেছেন উপজেলা প্রশাসন।
জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারী খাস জমিতে দির্ঘদিন যাবৎ গরু-ছাগলের হাট বসিয়ে রমরমা ব্যবসা করে আসছিল এলাকার একটি প্রভাবশালী মহল। উপজেলা প্রশাসন তাদেরকে একাদিক বার বাজার বন্ধের নির্দেশ দিলেও কোন তোয়াক্কা করেননি অবৈধ ভাবে বাজার বসানো ওই প্রভাবশালীরা। বৃহস্পতিবার বিকেলে মোবাইল কোর্ড পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তারসহ কালীগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক বলেন- তাদেরকে একাদিকবার বাজার বন্ধ রাখার নির্দেশ দিলেও বাজার কার্যক্রম বন্ধ করেন নাই। পরে বৃহস্পতিবার বিকেলে সরজমিনে গিয়ে মোবাইল কোর্ড পরিচালনা করে অবৈধ ভাবে বসা গরু-ছালের হাট বন্ধ করা হয়েছে। পরবর্তীতে সরকারী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাজার বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title