কাপাসিয়ায় সরকারী চাল আত্মসাতের অপরাধে মেম্বারের জেল ও জরিমানা 

কাপাসিয়া (গাজীপুুর) প্রতিনিধি :  গাজীপুরের কাপাসিয়া উপজেলার সরকারী খাদ্যবান্ধব কর্মসূচি গরিব ও অসহায়দের বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগে রায়েদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্যকে ২ মাসের জেল, ১০ হাজার টাকা জরিমানা এবং ৬০ কেজি চাল জব্দ করা হয়েছে । 
২৬ মে বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানা যায় রায়েদ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি চাল আত্মসাতের অভিযোগে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিবাদিয়া গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন কে ২ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা এবং ৬০ কেজি চাল জব্দ করা হয়।
 নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা জানান
সরকারী খাদ্যবান্ধব কর্মসূচি চাল আত্মসাতের অপরাধে বোরহান উদ্দিনকে ২ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । সে ৬ মাস যাবত ৬ জন গরিব মানুষের বরাদ্দকৃত ১০৮০ কেজি চাল উত্তোলন করে আত্মসাত করেন। এবং তার বাড়ি থেকে ৬০ কেজি চাল জব্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title