কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধি: প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণি সম্পদের ভূমিকা আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট পুষ্টকরণ প্রকল্পের আওতায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ২৫ জন খামারিদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত ও সনদ বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার( ২৬ জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর অফিসের হলরুমে প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ করা হয় ।
খামারিদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ উকিল উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ রাশেদুজ্জামান মিয়ার, ভেটেনারি সার্জন ডা:মোঃ আশরাফ হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মোঃ বেলায়েত হোসেন, অফিস সহকারি বজলুর রশিদ ,বিএফএ আরিফ হোসেন সহ উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থী খামারিরা উপস্থিত ছিলেন ।