আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে ‘সিটি অব জয়’ থেকে কলকাতাকে ‘সিটি অব ফিউচার’ হিসাবে গড়ে তোলা হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তার দল বিজেপি জয়ী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মোদি শুক্রবার পশ্চিমবঙ্গে সফরে এসে চারটি নির্বাচনি সভায় ভাষণ দেওয়ার কথা ছিল।
কিন্তু করোনা পরিস্থিতির কারণে সফর বাতিল করেন তিনি। ওই চার প্রচার সভার পরিবর্তে শুক্রবার দিল্লি থেকে ভার্চুয়ালি ভাষণ দেন পশ্চিমবঙ্গের ৬ জেলার ভোটারদের উদ্দেশে।
শেষ দুই দফা নির্বাচনের ৫৬টি কেন্দ্রে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে এলাকার মানুষজনকে মোদির ভাষণ শোনার ব্যবস্থা করে বিজেপি। এনডিটিভির খবর।
মোদি বলেন, বাংলার মানুষের আশীর্বাদে এবার এই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। বিজেপি এই বাংলাকে সোনার বাংলায় রূপ দেবে।
কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার গড়ে বাংলার উন্নয়নে ব্রতী হবে। বাংলাকে গুন্ডামুক্ত রাজ্য হিসাবে গড়ে তুলবে। কলকাতা হবে বিভেদমুক্ত এক শহর।
বিজেপি ক্ষমতায় এসে এই রাজ্যের অপরাধ দমনের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গড়ে অপরাধীদের বিচার করবে।
মোদি বলেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ, পাচার, তোলাবাজি, সিন্ডিকেট রাজ বন্ধ করে বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলবে।
বাংলায় কৃষি ও শিল্পের বিকাশ ঘটিয়ে এই রাজ্যে দ্রুত শিল্পায়ন করবে। করোনার কারণে তিনি পশ্চিমবঙ্গে আসতে পারেননি বলে দুঃখ প্রকাশও করেন।