করোনার ভয় উপেক্ষা করে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের যমুনার তীরে মানুষের ঢল
মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধিঃ করোনা ভাইরাসের ভয়, আতঙ্ক আর মহামারিকে ছাপিয়ে ঈদুল ফিতরের উৎসবকে ঘিরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে যমুনা নদীর তীরবর্তী গরিলাবাড়ি এলাকায় ভ্রমন বিলাসীদের ঢল নেমেছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাইভেটকার, সিএনজি, মাইক্রোবাস মোটরসাইকেল ও ভ্যান নিয়ে বিনোদন প্রেমীরা স্বপরিবারে ভিড় জমাচ্ছেন যমুনার তীরে। ছোট ছোট নৌকা ও ট্রলার ভাড়া করে গাদাগাদি করে ঘুরে বেড়াচ্ছেন নদী দিয়ে। ছোট ছোট শিশু থেকে শুরু করে অধিকাংশরই মুখে ছিলোনা মাস্ক, ছিলোনা সামাজিক দূরত্ব, কেউ মানছিলোনা স্বাস্থ্যবিধি। এতে করে করোনা সংক্রমনের ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।