করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্পেনে রাষ্ট্রীয় সতর্কতা জারি

স্পেন প্রতিনিধি: আক্রান্ত ও মৃতের সংখ্যার গ্রাফ প্রতিনিয়ত বাড়তে থাকায় ,কভিড১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ ঠেকাতে রাষ্ট্রীয় সতর্কতা জারি করেছে স্পেন সরকার ।

মন্ত্রীপরিষদের জরুরী বৈঠক শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয় |

এই রাষ্ট্রীয় সতর্কতার মেয়াদকাল হবে ৬ মাস | তবে সেটা ১৫ দিন পরপর কংগ্রেসের ভোটের মাধ্যমে অনুমোদন করে নিতে হবে |এবারের রাষ্ট্রীয় সতর্কতা কিছুটা শিথিল হবে। মূলতঃ স্পেনের বিভিন্ন প্রদেশগুলো তাদের পরিস্থিতি অনুসারে লকডাউন রদবদল করতে পারবে |

স্পেন জুড়ে গত ২৫ অক্টোবর, রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এতে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোন সুনির্দিষ্ট কারণ ও তার প্রমাণ ছাড়া বাইরে থাকলে পুলিশ তার উপর জরুরী আইন প্রয়োগ করবে। এ ক্ষেত্রে জরিমানা ৩০০ ইউরো থেকে ৬ হাজার ইউরো পর্যন্ত হতে পারে।

এই কারফিউকালীন সময়টা লক ডাউনের আওতায় থাকছে আপাতত। পরে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন আসতে পারে।

জরুরী রাষ্ট্রীয় সতর্কতা চলাকালীন সময়ে স্পেনের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভ্রমণ করতে হলে সেটার সুনির্দিষ্ট কারণ ও প্রয়োজনিয়তা দেখিয়ে চলাচল করতে হবে।

এ ছাড়া জরুরী অবস্থায় ৬ জনের বেশি মানুষ একসাথে জড়ো হওয়ার ব্যপারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title