প্রাইম টিভি বাংলা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সার্ক অঞ্চলে বিশ্বের পাঁচ ভাগের একভাগ মানুষ বাস করে। তারা সবাই খুব ঘনিষ্ঠভাবে বাস করে। করোনাভাইরাসের প্রাদর্ভাব মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমরা ভারতের অভিজ্ঞতা শেয়ার করব। ভাইরাস মোকাবিলায় আমরা প্রস্তুতি নেব, তবে আতঙ্ক সৃষ্টি করব না।
রোববার (১৫ মার্চ) ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারত ধীরে ধীরে পদক্ষেপ নিয়েছে। ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে, ৬৬টি ল্যাব তৈরি করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এর আগে, গত শুক্রবার (১৩ মার্চ) একাধিক টুইট বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় যৌথ উদ্যোগ নিতে সার্কের সদস্য দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রোববার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপের রাষ্ট্রপ্রধানরা ভিডিও কনফারেন্সে অংশ নেন।