নিজস্ব প্রতিনিধিঃ
মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৮ই নভেম্বর) দুপুরে উপজেলার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড, কদমতলি গোলচত্তর, ও জিনজিরার বেশ কিছু স্থানে পথচারী,রিক্সা চালক ও সিএনজি চালকদের মাঝে উপজেলা সহকারী কমিশনার ভূমি (রাজস্ব )সানজিদা পারভীন তিন্নির নেতৃত্বে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মমিন উদ্দিন উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন। এ সময় প্রায় দুই শতাধিক মানুষের মুখে মাস্ক পরানো হয় এবং পরবর্তীতে মাস্ক বিহীন চলাচল করলে জরিমানার বিধান আছে বলে সতর্ক করা হয়।
মাস্ক বিতরণ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার ভূমি (রাজস্ব) সানজিদা পারভীন তিন্নি বলেন, আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়নের সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন কর্মসুচী পালন করেছি,তবে আজ কাউকে কোনো শাস্তি বা জরিমানা করা হয়নি। সবাই যাতে সরকারি বিধান মেনে চলে সেজন্য কাউন্সেলিং করা হয়েছে এখন থেকে আমরা নিয়মিত মনিটরিং এর মাধ্যমে মাস্ক ব্যবহার নিশ্চিত করবো। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার ব্যবস্থা ও করা হবে।