দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণে আরো তিনজনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্ত হয়েছে ৫৮ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার অধিবাসী ১৪ জন এবং নারায়ণগঞ্জের অধিবাসী আট জন।
শনিবার দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।
দেশে করোনায় আক্রান্তদের মধ্যে শতকরা ৫২ জন ঢাকার অধিবাসী বলে জানানো হয় ব্রিফিংয়ে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় তিনজন মৃতের মধ্যে দুজন ঢাকার বাইরের এবং একজন ঢাকার।