করোনা মোকাবেলায় সম্মুখপানের যোদ্ধারা প্রজন্মের মুক্তিযোদ্ধা : নিক্সন চৌধুরী  

ফরিদপুর প্রতিনিধি  :: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত এবং তার সঠিক দিক নির্দেশনায় প্রশাসনের কর্ম দক্ষতায় করোনা মোকাবেলা আজও অনেক সহজতর হয়েছে। আমি মনে করি করোনা মোকাবেলায় সম্মুখপানে যোদ্ধা হিসাবে সরকারি কর্মকর্তা,কর্মচারী, বাংলাদেশ পুলিশ সদস্যরা নিজেদের জীবনবাজী রেখে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তারা একেকজন প্রজন্মের মুক্তিযোদ্ধা সমতুল্য।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ভাঙ্গা সরকারি পাইলট স্কুল হল রুমে এসএসসি ব্যাচ অঙ্গিকার-৯২ আয়োজিত করোনা সচেতনা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মুজিবুর রহমান চৌধুরী বলেন, করোনা মোকাবেলায় সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সচেতন নাগরিক একে অপরের পাশে এগিয়ে এসেছে। এতে করে করোনার ক্ষতি আমাদের অনেকাংশে লাঘব হয়েছে। করোনায় সচেতনা বলতে সকলকেই মাস্ক ব্যবহার করতে হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের পিপি আসাদুজ্জামান রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন মিয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাখাওয়াৎ হোসেন, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

Title