করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ মিলিয়ন ডলার অনুদান দিবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক :  করোনা ভাইরাসের কারণে বহু মানুষের মৃত্যুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পৃথিবীর এক নম্বর সোশ্যাল মিডিয়া ফেসবুক।

ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ এ ঘোষণা দিয়েছেন।

শেরিল তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সারা পৃথিবীর লোকজন এগিয়ে আসছে। আমরা আমাদের দায়িত্বটা পালন করতে চাই।আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ ও অনেক বড় বাঁধা।”

তিনি আরো লিখেছেন, “ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের হৃদস্পন্দনের মতো। বর্তমান পরিস্থিতিতে তারা অনেক ক্ষতির মুখে পড়ছে। কারণ সেই সব প্রতিষ্ঠানে কাজ করা বহু কর্মী বাড়ি থেকে কাজ করছেন বা অনেকে কাজই করতে পারছেন না। এখন এই সংকট যতো দীর্ঘ হবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ততো বেশি ক্ষতির মুখে পড়বে।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে ক্ষতির মুখে পড়া প্রতিষ্ঠানগুলোর জন্য ১০০ মিলিয়ন ডলার অনুদান দিবে তারা।তারা যে ৩০টি দেশে ব্যবসা পরিচালনা করে, সেই সব দেশের ৩০ হাজার প্রতিষ্ঠানকে নগদ অনুদান এবং ফ্রি বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title