নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাস সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সাধারণ নাগরিকদের ঘরে ঘরে সুরক্ষা সামগ্রী পৌছে দিচ্ছেন প্যানেল মেয়র মিনোয়ারা বেগম।
বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি ) জনগনকে মহামারি করোন সম্পর্কে সচেতন করার পাশাপাশি সুরক্ষা সামগ্রী বিতরন করেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, এই মহাসঙ্কটের সময় জনগনের পাশে দাঁড়ানো প্রত্যেক জনপ্রতিনিধিদের ঈমানি দ্বায়িত্ব। তাই করোনা ভাইরাস দূর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতে এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র।
প্রসঙ্গত, প্রানঘাতি করোন ভাইরাস প্রতিরোধে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র মিনোয়ারা বেগম এর তত্ত্বাবধানে ওয়ার্ডকে জীবানুমুক্ত, পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ক্লোরিন মিশ্রিত পানি ছিটানো ও পরিস্কার পরিচ্ছনতা অভিযান প্রতিনিয়তই চলছে।