করোনা: এবার ৫০ লাখ রূপি দিলেন যুবরাজ

মহামারি করোনার প্রকোপে স্তব্ধ পুরো বিশ্ব। ভারতেও বেশ নাজেহাল অবস্থা। পুরো দেশ প্রায় অবরুদ্ধ। এমন এক পরিস্থিতিতে একে একে এগিয়ে আসছেন দেশটির ক্রীড়াব্যক্তিত্বরা। এবার সে তালিকায় যোগ দিলেন যুবরাজ সিং। সাবেক এই অলরাউন্ডার অনুদান দিলেন ৫০ লাখ রূপি।

২৮ বছর পর ভারতের বিশ্বকাপ জেতায় বড় অবদান রেখেছিলেন যুবরাজ। ঘরের মাঠে অনুষ্ঠিত ২০১১ ক্রিকেট বিশ্বকাপে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এছাড়া চমৎকার পারফর্মেন্সে দলকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। এবার এগিয়ে এলেন করোনার বিরুদ্ধের লড়াইয়ে। ভারতীয় প্রধানমন্ত্রীত্ব নরেন্দ্র মোদির তহবিলে এই ৫০ লাখ রূপি দান করেন তিনি।

করোনার এই ভয়াবহতা রুখতে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

যুবরাজের একসময়কার সতীর্থ হরভজন সিং তার নিজের এলাকা জালান্দারে পাঁচ হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাবার বিতরণ করেন।

ভারতে এখন পর্যন্ত ৩ হাজারের অধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯৯ জনের।

Leave A Reply

Your email address will not be published.

Title