নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ৪৮ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ।
রোববার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ ফল প্রকাশ করে। জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য উত্তীর্ণদের মধ্য থেকে ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে নারী দুই হাজার ৩৪১ জন এবং পুরুষ দুই হাজার ৯ জন।
এর আগে শুক্রবার সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৫ ভেন্যুতে সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অশং নিতে আগ্রহ প্রকাশ করে এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন এক লাখ ১৬ হাজার ৭৯২ জন। ছয় হাজার ৮২ জন অনুপস্থিত ছিলেন।
ভর্তি সংক্রান্ত সব তথ্য উত্তীর্নদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।