নিজস্ব প্রতিবেদক: পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাঁরা নাড়ির টানে ঢাকা ছেড়েছিলেন, সেসব কর্মজীবী মানুষ আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন। কারণ আজ থেকেই খুলছে অফিস। তবে বৃষ্টি ছাড়া কোনো ভোগান্তি ছিল না কর্মস্থলগামীদের। বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও তেমন মেলেনি। কোনো ভোগান্তি পোহাতে হয়নি টিকিট পেতে। মহাসড়কেও ছিল না যানজট। রেলে যাঁরা ফিরেছেন তাঁরাও ছিলেন স্বস্তিতে। অবশ্য গতকাল শনিবার যে সংখ্যক মানুষ ট্রেনে করে রাজধানীতে এসেছেন, তার চেয়ে বেশি মানুষ ট্রেনে রাজধানী ছেড়েছেন।
এবার ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ছিল ঈদ ও সাপ্তাহিক ছুটি। আজ রোববার খুলবে সরকারি অফিসগুলো। যাঁরা বাড়তি ছুটি নেননি, তাঁদের আজই কর্মস্থলে যোগ দিতে হবে। এ জন্য গতকাল বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে রাজধানীমুখী মানুষের ভিড় দেখা গেছে। অবশ্য লঞ্চ টার্মিনালে তেমন ভিড় দেখা যায়নি। লঞ্চের কর্মীরা জানান, রোববার ভোর থেকে টার্মিনালে ভিড় বাড়তে পারে। অনেকে ভোরে লঞ্চ থেকে নেমেই অফিসমুখী হবেন।
সরেজমিন কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, অনেক যাত্রী এখনও ঢাকা ছাড়ছেন। তাঁরা বলছেন, ঈদের আগে টিকিট না পাওয়ায় তাঁরা ঈদ করে এবার ঢাকা ছাড়ছেন। যাঁরা ফিরছেন তাঁরা বলছেন, আগের ঈদগুলোতে অতিরিক্ত যাত্রীর কারণে অনেকের টিকিট থাকা সত্ত্বেও সিটে বসতে পারতেন না; এবার তেমনটি ঘটেনি। বিনা টিকিটে কেউ স্টেশনে ঢুকতেও পারেননি। ট্রেনগুলোও নির্ধারিত সময়েই ছেড়েছে বলা যায়।
রেলওয়ে ঢাকার স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ঢাকায় ২০টি ট্রেন ঢুকেছে এবং ছেড়ে গেছে। কিছু ট্রেন প্ল্যাটফর্মে আছে। শিডিউলও ঠিক আছে। রোববার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে।