নিজস্ব প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর ও চুনকটিয়া এলাকায় ঘণ্টা ব্যাপি ঝটিকা অভিযান পরিচালনা করেছেন কেরানীগঞ্জ উপজেলার প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল।
একদিকে উচ্ছেদ অভিযান করলে অন্য দিকে কিছুক্ষনের মধ্যেই তা আবার দখল হতে দেখা যায়।আজ রোববার সকাল ১১ টায় অভিযান হলে পুনরায় ১২ টায় তা দখল হতে দেখা যায়। অভিযান শেষে কর্মকর্তারা চলে গেলে শুরু হয় ভেঙে দেওয়া শতাধিক অবৈধ দোকানপাটের দোকানিদের দৌড়ঝাঁপ ও আবার নতুন করে গাড়ী পার্কিং। ১ ঘন্টার মধ্যেই সড়কে সৃষ্টি হয় বিশৃঙ্খলা ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান,একাধিকবার অভিযান পরিচালনা করলেও এমন চিত্র নিত্যদিনের। প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় এ সকল ফুটপাত দখল করে চলে ব্যাবসা।
এবিষয়ে নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য এ অভিযান করা হয়েছে। তবে সকলের সহযোগিতা ও সচেতনতা ছাড়া শুধু আইন প্রয়োগ করে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব না।