ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ স্থানে হামালা চালানোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প টুইট বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমেরিকার নাগরিক ও সম্পদের উপরে কোনও রকম হামলার ঘটনা ঘটে, তাহলে ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ স্থানে পাল্টা হামলা চালাবে আমেরিকা। এ বিষয়ে তিনটি টুইট করেছেন তিনি।
ট্রাম্প টুইট বার্তায় আরো জানান জানান, ‘‘ইরান আমেরিকার উপরে হামলা চালিয়ে আমেরিকার ক্ষতি করার কথা বলছে। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে নেমে ওদের সন্ত্রাসী নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছি। যে নেতা সম্প্রতি এক আমেরিকানকে মেরে ফেলেছিল ও বহু মানুষকে গুরুতর জখম করেছে।” পাশাপাশি তিনি দাবি করেন, কাসেম সোলেইমানি অসংখ্য ইরানিকেও হত্যা করেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন নিহত হয়েছেন ইরানি সেনা রেভোলিউশন গার্ড কোরের জেনারেল কাসেম সোলেইমানি । ইরানের অভিযোগ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই হয়েছে এই হামলা। ইরান বলছে, এর ফল ভুগতে হবে আমেরিকাকে।