কেরানীগঞ্জ ভূমি সংক্রান্তসেবার লক্ষ্য নিয়ে উদ্বোধন করা হল আপন আলয়।মঙ্গলবার বিকেলে উপজেলার মডেল সহকারী কমিশনার এর কার্যালয়ের সামনে এ আপন আলয় উদ্বোধন করেন ঢাকাজেলা প্রসাশক মোঃশহিদুল ইসলাম।
“আপন আলয়”, ভুমি সেবা প্রার্থীদের আলয়।কেরানীগঞ্জের যে সকল ভূমি সেবাপ্রার্থীগণসেবা নিতে আসেন,তাদের জন্য বসার কোন জায়গা ছিল না,আপন আলয় তাদের বিশ্রামের স্থান হিসাবে ব্যবহৃত হবে।এখানে নিয়মিতভাবে ভাবে এসিল্যান্ডের সাথে সরাসরি ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ক শুনানি অনুষ্ঠিত হবে।এখানে সাধারণ মানুষের সাথে সরাসরি এসিল্যান্ডের যোগসূত্র স্থাপিত হবে।সবচেয়ে বড় বিষয়ে এখানে স্বচ্ছতার সাথে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা হবে।একজন এসিল্যান্ড কেন তার কাঙ্ক্ষিত সেবাটি দিতে ব্যর্থ হলেন তার জবাবদিহিতা নিশ্চিত করাও একটি অন্যতম উদ্দেশ্য। এখানে সেবাপ্রার্থীদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ যেমন কোন সেবা প্রাপ্তির জন্য কিভাবে আবেদন করতে হয়,কত দিন সময় প্রয়োজন,কি কি কাগজপত্র প্রয়োজন সকল বিষয়ে সহায়তা দেয়ার প্রয়াস থাকবে। নাগরিক সেবা নিশ্চিত করার জন্য আপন আলয় সাধারণ মানুষের আলয় হিসাবে পাশে থাকবে।