অলিম্পিকে করোনার হানা, আক্রান্ত বেড়ে ২৪১

স্পোর্টস ডেস্ক : আয়োজক দেশ জাপানে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায়, অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিট, কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্য তৈরি হয়েছে সংশয়। এরই মধ্যে টোকিও অলিম্পিকে ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

শনিবার অলিম্পিক আয়োজক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

২০২০ সালে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিকের। কিন্তু অতিমারির জন্য তা পুরো এক বছর পিছিয়ে দেওয়া হয়। এ বছরও, অত্যন্ত কঠোর বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে হচ্ছে এই গেমস।

যদিও টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটির প্রধান সিকো হাসিমোটো বলেছিলেন, যে কোনও কোভিড হানাকে রুখতে তৎপর আমরা। যদি কোনও ঘটনা ঘটেও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

জাপানে এ পর্যন্ত ৯ লাখ ২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ১৫ হাজার ১৭৩ জন।

Leave A Reply

Your email address will not be published.

Title