অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে ১২ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

আর্ন্তজাতিক ডেস্ক: কানাডায় আগামী তিন বছরে পর্যায়ক্রমে ১২ লাখের বেশি অভিবাসী নেওয়া হবে জানিয়েছেন দেশটির অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো

করোনাভাইরাসের প্রার্দুভাবের প্রেক্ষাপটে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে শ্রমবাজারের শূন্যতা পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, সরকার ২০২১ সালে ৪ লাখ ১ হাজার, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার ও ২০২৩ সালে আরও ৪ লাখ ২১ হাজার স্থায়ী অভিবাসী নেওয়ার লক্ষ্যে কাজ শুরু করছে।

মেনডিসিনো বলেন, করোনার আগে অভিবাসনের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার লক্ষ্য নির্ধারণ করেছিল। এখন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়েছে।

প্রসঙ্গত, কানাডার ২ লাখ ৩২ হাজার মানুষের শরীরে এখন পর্যন্ত করোন শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষের। করোনারি কারণে গত মার্চে অভিবাসীদের জন্য অধিকাংশ সীমানা বন্ধ করে দেয় দেশটি।

Leave A Reply

Your email address will not be published.

Title