নিজস্ব প্রতিবেদক: টানা দুই মাসেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত ৬৬ দিন তিনি রাজধানীর কলাবাগানে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনাভাইরাস ও নিউমোনিয়াজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল বৃহস্পতিবার চিকিৎসকদের কাছে থেকে ছাড়াপত্র পাওয়ার পর বাসায় ফেরেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ফেসবুকে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মুস্তাফী বলেন, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে। তাই হাসপাতালের চিকিৎসকরা তাকে বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। ছাড়পত্র পাওয়ার পর তিনি বাসায় চলে গেছেন।
ডা. মামুন মুস্তাফী আরো বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বাভাবিকভাবেই চলাফেরা ও খাওয়া-দাওয়া করতে পারছেন। তবে তার যে শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি। তাই তিনি বাসায় থেকেই গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের ফলোআপে থাকবেন।
গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা টেস্ট কিটে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পিসিআর টেস্ট করালেও একই রেজাল্ট আসে। তারপর থেকে তিনি নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফী ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
পরে গত ১৩ জুন প্রথমে নিজেদের উদ্ভাবিত কিটে এবং পরে বিএসএমএমইউ হাসপাতালের পিসিআর টেস্টে করোনা নেগেটিভ আসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর। কিন্তু তার নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ন্ত্রণে না আসায় তখনই হাসপাতাল ছাড়তে পারেননি তিনি। এরপর এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।