অপরাধীদের বিরুদ্ধে কিরণ এমপির কঠোর হুশিয়ারি

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চরণ করে বলেছেন, জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে অপকর্মের সাথে জড়িত অপরাধীদের ধরে শাস্তি দিতে হবে। তা না হলে সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে। তিনি বুধবার দুপুরে চৌমুহনী পৌর অডিটোরিয়ামে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন।

এতে সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা প্রশাসক মোঃ খুরশিদ আলম খাঁন। বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ এবিএম জাফর উল্যাহ, নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল শেখ শাহাজাহান, বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সামছুন নাহার, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, বেগমগঞ্জ উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সিকদার, এ্যাড. শরিফুল ইসলাম, এ্যাড. আক্তারুজ্জামান আনসারী, বিনয় কিশোর রায়, চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম, আরিফুর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম হারুন। সঞ্চালনা করেন, শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য ১৪৮টি সেবা মুলক কার্যক্রম চালিয়ে মানুষের মান উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু বহিরাগত অনুপ্রবেশকারীরা ঢুকে দলের নাম বিক্রি করে অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে সকল ভালো কাজগুলোকে ম্লা্ন করে দিচ্ছে। অথচ তাদের কারণে দলের পরিক্ষিত লোকজন নানা ভাবে বঞ্চিত হচ্ছে। এদেরকে চিহ্নিত করে প্রকৃত দলীয় নেতাকর্মীদের কাজে লাগাতে হবে। তাই সকল মান-অভিমান ভূলে এই অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগীতা করতে সকলের প্রতি আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.

Title