নির্জস্ব প্রতিবেদক: ভারত মহাসাগর থেকে ২৫ হাজার কোটি রুপি মূল্যের মাদকের বিশাল চালান জব্দ করা হয়েছে। শনিবার ভারতীয় জলসীমা থেকে দেশটির নৌবাহিনী এবং মাদক নিয়ন্ত্রক সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিশেষ অভিযানে মেথামফেটামিনের (ক্রিস্টাল মেথ বা আইস) এই চালান জব্দ করা হয়। খবর এনডিটিভির।
কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ হওয়া মাদকের পরিমাণ ২ হাজার ৫২৫ কেজি, যা হিসাব করতে সময় লেগেছে প্রায় ২৩ ঘণ্টা। এক কেজি করে প্যাকেট করা ১৩৪টি বস্তায় মাদকগুলো রাখা ছিল।
অর্থমূল্য হিসাবে এটি অন্যতম বড় মাদকের চালান বলছেন কর্মকর্তারা
এ ঘটনায় সন্দেহভাজন একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও এনসিবি কর্মকর্তারা জানিয়েছেন।
এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় কুমার সিং বলেন, ‘ইরানের চাবাহার বন্দর থেকে আসা এ মাদকগুলোর মূল উৎস পাকিস্তান।’
সঞ্জয় সিং আরও বলেন, ‘জব্দ হওয়া মাদকের এ চালানটি শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারতের উদ্দেশে আনা হয়েছিল।’
‘একটি বড় জাহাজ এসব মাদক নিয়ে বিভিন্ন সময়ে সাগরের বিভিন্ন জায়গায় অবস্থান করত। বিভিন্ন দেশের মাদক কারবারিরা ছোট ছোট নৌকায় ওই জাহাজে গিয়ে মাদক কিনে নিত’ বলেন, সঞ্জয় কুমার সিং।
এনসিবির এ কর্মকর্তা জানান, গত বছরের ফেব্রুয়ারিতে সমুদ্রে মাদক চোরাকারবারিদের ধরতে ‘সমুদ্রগুপ্ত’ নামে বিশেষ এই অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে শনিবারের এ চালানটি জব্দ করা হয়। বিভিন্ন সময়ে প্রায় চার হাজার কেজি মাদক জব্দ করা হয়েছে এ অভিযানে।