নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দিবসটির সুচনা করে বক্তব্য প্রদান করে পঞ্চাশ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। পরে সেখানে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও বেলুন উড়ান রেজিষ্টার কানিজ ফাতেমাসহ উপাচার্য পন্থি শিক্ষকরা। এদিকে উপাচার্য বিরোধী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় পতাকা উড়িয়ে ও কেক কেটে পঞ্চাশ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়শনের ব্যানারে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের নেতৃত্বে এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ভিসি বিরোধী শিক্ষকরা। এসময় ভিসি বিরোধী শিক্ষকরা বলেন,আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করতে চেয়েছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দেয়নি। তাই আমরা দুর্নীতির দায় নিয়ে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগ দাবি করছি। এছাড়াও পঞ্চাশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কয়েক’শ গাছের চারা রোপন করা হয়।