ভারতে রাজনীতিকরা আগে কোভিড ভ্যাকসিন পাবেন না বললেন মোদি

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতে কোভিড টিকা শুরু হবে ১৬ জানুয়ারি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করা হয়েছে, বিধায়ক, সাংসদ ও অন্যান্য জনপ্রতিনিধিদের প্রথম দফায় টিকা দেওয়ার জন্যে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়েছেন, নিয়ম ভেঙে প্রথমে রাজনীতিকদের টিকা দেওয়ার প্রশ্নই ওঠে না। টাইমস অব ইন্ডিয়া

কোভিড পরিস্থিতি ও টিকা কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসে মোদি জানান প্রথম দফায় যে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে তাদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের সংখ্যা তিন কোটি। বাকি ২৭ কোটি মানুষের মধ্য টিকা দেওয়া হবে, তাদের মধ্যে আছেন পঞ্চাশোর্ধ্বরা। পঞ্চাশের নীচে যাদের বয়স অথচ ডায়াবেটিস, হৃদরোগ এবং অন্যান্য জটিল রোগে ভুগছেন, এরাও প্রথম দফায় ভ্যাকসিন পাবেন।

এর আগে গত ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। তখন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর অনুরোধ করেন, এমপি এবং এমএলএ-দেরও প্রথম দফায় টিকা দেওয়া হোক। তখন মোদী কোনও জবাব দেননি। পরে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠি লিখে একই অনুরোধ করেন। স্বাস্থ্যমন্ত্রকও কোনও জবাব দেয়নি।

গত বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে বৈঠকে বিহার ও উড়িশ্যার স্বাস্থ্যমন্ত্রী অনুরোধ করেন, পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত বিভিন্ন স্তরে যারা মানুষের প্রতিনিধিত্ব করেন, তারা যাতে প্রথম দফায় টিকা দেওয়ার সুযোগ পায়। কারণ তারাও সম্মুখ সারির যোদ্ধা হিসাবে কোভিডের বিরুদ্ধে লড়াই করছেন। তখন হর্ষবর্ধন বলেছিলেন, প্রথম দফায় সকলকে টিকা দেওয়া সম্ভব নয়। অত ভ্যাকসিন এখন সরকারের হাতে নেই।

যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে কোভিড ভ্যাকসিন বিক্রি হওয়ার পর ভারতে এধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য সতর্ক হয়েছেন মোদি। তিনি আশ^াস দিয়ে বলেন, ভারতের ভ্যাকসিনই হবে সবচেয়ে সস্তা। টিকা নিয়ে পূর্বের অনেক অভিজ্ঞতা কোভিড টিকা কর্মসূচিতে কাজে লাগবে। আমরা সব নিয়ম মেনেই টিকা দেব।

Leave A Reply

Your email address will not be published.

Title