তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমাতা” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদারের সহায়তায় ২০২০-২১ অর্থবছরে উপকারভোগীদের সেলাই মেসিন ও অর্থের চেক বিতরণ করেন চুমকি এমপি।
সোমবার (সকালে) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় দুস্থ অসহায় ১৬ জন নারীর মাঝে সেলাই মেশিন ও ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৪ লক্ষ ৭৫ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ২শ ৫০ জন কর্মজীবী গর্ভবতী মাকে সাবান, ওরস্যালাইন দেয়া হয়েছে। উল্লেখ্য ওই গর্ভবর্তীদের স্ব স্ব মোবাইল ব্যাংক হিসাবে ৩ বছর ৬ মাস পর্যন্ত মাসিক ৮শ টাকা হারে মোট-২৮ হাজার ৮শ টাকা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার শিবলী সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বিশেষ অতিথি-উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, পৌর আ’লীগের সভাপতি এস.এম. রবিন হোসেন প্রমুখ।