সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবছরের মতো এবার ও বসছে লোকজ উৎসব-২০২১। বছরের শুরুতে মেলা বসার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে এক ধাপ পিছিয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের হয়ে সাংস্কৃতি ও ঐতিহ্যকে অকৃত্রিমভাবে উপস্থাপন করার জন্য প্রাণের স্পন্দন মাসব্যাপী গ্রাম্য এই মেলা শুরু হচ্ছে বলে জানান জানিয়েছেন কর্তৃপক্ষ।
শনিবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম সোনারগাঁও নিউজকে জানান, সাধারণত জানুয়ারীতে আমরা মেলার আয়োজন করে থাকি। করোনা মহামারীর কারণে এ বছর আমরা জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়ে ছাড়পত্রের জন্য আবেদন করেছি। সেই আবেদনের কোন উত্তর আমরা এখনও পাই নি। ফেব্রæয়ারির শেষে কিংবা মার্চের প্রথমে আমরা মেলা শুরু করতে পারবো আশা করছি ।
দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যকে পুনরুদ্ধার, সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন এবং পুনরুজ্জীবনের লক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতি বছর এ মেলার আয়োজন করে থাকে।