জয়পুরহাটে বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদের মানবন্ধন

আবু রায়হান, জয়পুরহাটঃ ‘কারিগরি শিক্ষা অবহেলিত কেনো? হয় আমাদের দাবি মানুন, না হয় কারিগরি শিক্ষা বন্ধ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ৪ দফা দাবিতে বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদ (বাপছাপ) জেলা শাখার ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দাবীতে চলতি সেশনে ৮ম পর্বের ভাইভা গ্রহণ করে সার্টিফিকেট প্রদান, স্থগিতকৃত পরীক্ষার অটোপাশ করে পরবর্তী পর্বে সংযুক্ত করা, সিলেবাস কমিয়ে র্ভাচুয়াল ক্লাস করানো মাধ্যমে দ্রুত পরীক্ষার নেয়া, ২০২১সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ডিপ্লোমাদের আসন বরাদ্দ করা হোক।
মানববন্ধনে জেলা পলিটেকনিক ছাত্র পরিষদের সভাপতি নাঈম হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সাগর। উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি নাঈম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন সহ বিভিন্ন পলিটেকনিক ও ডিপ্লোমা শিক্ষার্থীরা।

Leave A Reply

Your email address will not be published.

Title